যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্রুত যাত্রীদের সহায়তা করা হবে – র্যাব

- Update Time : ১০:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ১৯০ Time View
পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কন্ট্রোল রুম চালু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
এ কন্ট্রোল রুম থেকে যাত্রীরা যেকোনো আইনগত সহায়তার পাশাপাশি জাল টাকা সনাক্তকরণসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ দৈনিক নওরোজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, আজ শুক্রবার র্যাব-৩ আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম চালু করেছে। কমলাপুর রেলস্টেশনে স্থাপিত কন্টোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে। এখান থেকে সাধারণ যাত্রীরা সবধরণের সেবা নিতে পারবেন। বিশেষ করে যেকোনো আইনগত সহায়তা ছাড়াও জাল টাকা সনাক্তকরণ, সন্দেহ ভাজন ব্যাক্তিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে আইনের আওতায় আনা হবে।
এছাড়া বয়োজ্যেষ্ঠ মানুষ, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ব্যাক্তি সহায়তা চাইলে সহায়তা করবে র্যাব সদস্যরা। তাছাড়া ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্রুত যাত্রীদের সহায়তা করা হবে।
পাশাপাশি যেকোনো প্রয়োজনে র্যাবের সাথে মোবাইল ফোনেও যোগাযোগ করা যাবে, যার হটলাইন নম্বর – ০১৭৭৭-৭১০৩৯৯।