ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার আওয়ামী লীগের বটবাহিনী আমার সকল আত্মীয়-স্বজনদের টার্গেট করেছে : প্রেস সচিব প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে : তারেক রহমান শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন দুই কুতুবের কথা না শোনায় বিচারকদের করুণ দশা! যে কৌশলে ঘুমিয়ে পড়বেন মাত্র ২ মিনিটেই পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি অল্পের জন্য রক্ষা পেল তিতুমীর এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী পুতিন শান্তিচুক্তির পথে না হাঁটলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

যুব সাংবাদিকদের প্রশিক্ষণে বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ১৫৬ Time View

যুব সাংবাদিকদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের আয়োজনে ওই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই দিন ব্যাপী ওই প্রশিক্ষণের সমাপনী রবিবার (১৮ মে ) ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি ব্র্যাকের ‘অধিকার এখানে, এখনই প্রকল্প’-এর আওতায় আয়োজিত হয়।

প্রশিক্ষণে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাসসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার কৌশল সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট শাহানাজ শারমিন এবং দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী প্রশিক্ষক মিনহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে ময়মনসিংহ ও জামালপুরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের ২০ জন নেতাকর্মী অংশগ্রহণ করে।

প্রশিক্ষণে নিজেদের অভিজ্ঞতা অর্জন ও সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলার উদ্দেশ্যে বাকৃবির যুব সংগঠন ‘হোপস অব হিউম্যানিটি সেন্টার’- এর তিনজন সদস্য অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী এবং ‘হোপস অব হিউম্যানিটি সেন্টার’- এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম সাজ্জাদ উল ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় চ্যালেজ্ঞ গুলো কিভাবে মোকাবেলা করা যায় এবং সাংবাদিকতায় শতভাগ বস্তুনিষ্ঠতা বজায় রাখতে ৫ ডব্লিউ ১এইচ পদ্ধতি ব্যবহার সংবাদ তৈরি সম্পর্কে জানতে পেরেছি। এই অনুযায়ী যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈর করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে পারবো বলে মনে করি।

অংশগ্রহণকারী আরেকজন বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ‘হোপস অব হিউম্যানিটি সেন্টার’- এর ট্রেনিং কো-অর্ডিনেটর অর্পিতা মহন্ত বলেন, সাংবাদিকতার প্রধান উপাদান হলো শতভাগ নির্ভুল তথ্য পরিবেশন করা। যেহেতু যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার একটি সংবেদনশীন বিষয়, অতএব এখানে প্রতিবেদন তৈরিতে খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে ভুক্তভোগীর গোপনীয়তার দিকে ও শব্দের ব্যবহারের দিকে। এই প্রশিক্ষণ শেষে আমরা প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকার বিষয়ক বিভিন্ন বিষয় পাঠকের কাছে সাবলীল ভাবে তুলে ধরতে সক্ষম হবো।

এ বিষয়ে প্রশিক্ষণের কো- অর্ডিনেটর মো. জিল্লুর রহমান বলেন, সাংবাদিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) সম্পর্কে সঠিক ধারণা রাখা জরুরি। এর জন্য মূল শব্দাবলি, আইনি কাঠামো ও সাংস্কৃতিক সংবেদনশীলতা জানা প্রয়োজন। লিঙ্গভিত্তিক সহিংসতা, গর্ভপাত ও কিশোর বয়সের প্রজনন স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করতে হলে নৈতিকতা, গোপনীয়তা ও সম্মান বজায় রাখা আবশ্যক। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা এ সকল বিষয়ে সম্যক ধারণা লাভ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

যুব সাংবাদিকদের প্রশিক্ষণে বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

যুব সাংবাদিকদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের আয়োজনে ওই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই দিন ব্যাপী ওই প্রশিক্ষণের সমাপনী রবিবার (১৮ মে ) ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি ব্র্যাকের ‘অধিকার এখানে, এখনই প্রকল্প’-এর আওতায় আয়োজিত হয়।

প্রশিক্ষণে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাসসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার কৌশল সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট শাহানাজ শারমিন এবং দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী প্রশিক্ষক মিনহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে ময়মনসিংহ ও জামালপুরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের ২০ জন নেতাকর্মী অংশগ্রহণ করে।

প্রশিক্ষণে নিজেদের অভিজ্ঞতা অর্জন ও সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলার উদ্দেশ্যে বাকৃবির যুব সংগঠন ‘হোপস অব হিউম্যানিটি সেন্টার’- এর তিনজন সদস্য অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী এবং ‘হোপস অব হিউম্যানিটি সেন্টার’- এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম সাজ্জাদ উল ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় চ্যালেজ্ঞ গুলো কিভাবে মোকাবেলা করা যায় এবং সাংবাদিকতায় শতভাগ বস্তুনিষ্ঠতা বজায় রাখতে ৫ ডব্লিউ ১এইচ পদ্ধতি ব্যবহার সংবাদ তৈরি সম্পর্কে জানতে পেরেছি। এই অনুযায়ী যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈর করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে পারবো বলে মনে করি।

অংশগ্রহণকারী আরেকজন বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ‘হোপস অব হিউম্যানিটি সেন্টার’- এর ট্রেনিং কো-অর্ডিনেটর অর্পিতা মহন্ত বলেন, সাংবাদিকতার প্রধান উপাদান হলো শতভাগ নির্ভুল তথ্য পরিবেশন করা। যেহেতু যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার একটি সংবেদনশীন বিষয়, অতএব এখানে প্রতিবেদন তৈরিতে খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে ভুক্তভোগীর গোপনীয়তার দিকে ও শব্দের ব্যবহারের দিকে। এই প্রশিক্ষণ শেষে আমরা প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকার বিষয়ক বিভিন্ন বিষয় পাঠকের কাছে সাবলীল ভাবে তুলে ধরতে সক্ষম হবো।

এ বিষয়ে প্রশিক্ষণের কো- অর্ডিনেটর মো. জিল্লুর রহমান বলেন, সাংবাদিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) সম্পর্কে সঠিক ধারণা রাখা জরুরি। এর জন্য মূল শব্দাবলি, আইনি কাঠামো ও সাংস্কৃতিক সংবেদনশীলতা জানা প্রয়োজন। লিঙ্গভিত্তিক সহিংসতা, গর্ভপাত ও কিশোর বয়সের প্রজনন স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করতে হলে নৈতিকতা, গোপনীয়তা ও সম্মান বজায় রাখা আবশ্যক। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা এ সকল বিষয়ে সম্যক ধারণা লাভ করতে পারবে।