যুব বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন আমিরুল
- Update Time : ০৫:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৫ Time View
যুব হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ফাইনালে জার্মানি স্পেনকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের নির্ধারিত সময়ে গোল শূন্য ছিল না, দুই দল ১-১ গোলে ড্র করেছে। এরপর টাইব্রেকারে জার্মানি শিরোপা জয় করে। স্বাগতিক ভারত আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।
বাংলাদেশের দল টুর্নামেন্টে ১৭তম স্থান অধিকার করে মাঠ ছাড়ে গত পরশু। দলের অন্য খেলোয়াড়েরা ফাইনাল দেখতে মাদুরাই থেকে চেন্নাই ফিরে এসেছে, কিন্তু বাংলাদেশের ফরোয়ার্ড আমিরুলের জন্য এই ফাইনাল ছিল বিশেষ মুহূর্ত। কারণ, এফআইএইচ (আন্তর্জাতিক হকি ফেডারেশন) তাঁকে দিয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
আমিরুল ছয়টি ম্যাচে করেন অসাধারণ ১৮ গোল, যার মধ্যে রয়েছে পাঁচটি হ্যাটট্রিক। চার ম্যাচে তিনি নির্বাচিত হন ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে। এ পুরস্কারের সঙ্গে তিনি পেয়েছেন ২ হাজার ডলার অর্থ পুরস্কার। এই স্বীকৃতি শুধু হকি নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের।
এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিব আল হাসান বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। তবে সেরা হওয়ার দাবিদার হিসেবে থাকলেও তিনি সেই পুরস্কার অর্জন করতে পারেননি।
আমিরুলের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো, এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার প্রত্যাশা জাগিয়েছে।



















































































































































































