ব্রেকিং নিউজঃ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সফর ঘিরে উত্তেজনা, একদিকে বিএনপি ও অন্যদিকে আ. লীগের মুখোমুখি অবস্থান

জাতীয় ডেস্ক
- Update Time : ০৬:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৩ Time View
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কের সফর ঘিরে জেএফকে বিমানবন্দরে একদিকে বিএনপি, অন্যদিকে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) ড. ইউনূসের আগমনের আগেই তারা সেখানে অবস্থান নেন। দুই পক্ষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
জানা গেছে, ড. ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।