যুক্তরাষ্ট্রে ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১১
- Update Time : ১১:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৪ Time View
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার সকালে রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন বিবিসিকে।
গভর্নর বেশিয়ার জানান, লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। “মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এবং নিহতদের মধ্যে শিশুও রয়েছে,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, উড্ডয়নের সময় বিমানের বাঁ পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই বিমানটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে দগ্ধ এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কাছেই থাকা একটি তেল পুনর্ব্যবহার কেন্দ্র ও গাড়ির যন্ত্রাংশ কারখানা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়ের পাশে আগুন ও ঘন ধোঁয়া উড়ছে। স্থানীয় পুলিশ আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ইউপিএসের প্রধান বিমানঘাঁটি লুইসভিলেই অবস্থিত, যেখানে প্রতিদিন প্রায় ৪০০টি ফ্লাইট ওঠানামা করে।
বিমান দুর্ঘটনার কারণ জানতে এনটিএসবি ও এফএএযৌথভাবে তদন্ত শুরু করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































