যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ

- Update Time : ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১২৭ Time View
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (১৮ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক শীর্ষ কূটনীতিক ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রর দেওয়া যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। তবে সরকার ও হিজবুল্লাহ প্রস্তাবটি গ্রহণ করেছে। প্রস্তাবটি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে।
লেবাননের পার্লামেন্টের স্পিকার নবীহ বেরির সহকারী আলী হাসান খলিল বলেছেন, সোমবার মার্কিন রাষ্ট্রদূতের কাছে তাদের লিখিত জবাব জমা দিয়েছে লেবানন। হোয়াইট হাউসের দূত আমোস হোচস্টেইন বৈরুতে আলোচনা অব্যাহত রাখতে এসেছেন।
ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য তাদের দীর্ঘদিনের মিত্র বেরিকে সমর্থন দিয়েছে। খলিল বলেন, লেবানন ইতিবাচক পরিবেশে প্রস্তাবটির ওপর তাদের মন্তব্য তুলে ধরেছে। তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
তিনি বলেন, আমাদের দেয়া সব মন্তব্যে জাতিসংঘের রেজোলিউশন ১৭০১-এর সুনির্দিষ্ট ধারাগুলো মেনে চলার প্রতি জোর দেয়া হয়েছে। খলিল মূলত ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধে পাস হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৭০১-এর কথা উল্লেখ করেছেন।
এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি সোমবার লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে কয়েকজন হতাহত হন।
নওরোজ/এসএইচ