যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ

- Update Time : ১২:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৮৪ Time View
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ। মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবেন, তা ঠিক করবেন মার্কিন ভোটাররা। বিশ্বের একক ক্ষমতাধর এই দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অনেকটা নির্ভরশীল হওয়ায় এই নির্বাচনের দিকে পুরো পৃথিবীর মানুষের নজর থাকবে, তা বলা বাহুল্য।
নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের কাছে টানতে নিজেদের বাগ্মিতার সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন দুজনেই। কেননা, নির্বাচনের ফল নাটকীয়ভাবে ঘুরিয়ে দিতে এই অঙ্গরাজ্যগুলোর কোনও জুড়ি নেই।
আরব আমেরিকানদের মন জয়ের প্রচেষ্টায় রবিবার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণা চালাতে গিয়েছিলেন হ্যারিস। সেখানে বক্তব্য প্রদানকালে গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
অন্যদিকে একই দিন পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায় প্রচারণায় অংশ নেন ট্রাম্প। জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের লজ্জিত হওয়া উচিত। রিপাবলিকান পার্টি জিতলে আগামী চার বছর স্বর্ণযুগে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।
নওরোজ/এসএইচ