ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

যুক্তরাজ্যে কুবি শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন গঠন

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৬:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৮ Time View

উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম কমিটি গঠন করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি লন্ডনের হোয়াইটচ্যাপেলে কুবি শিক্ষার্থীদের একটি পুণর্মিলনীতে এ কমিটি গঠিত হয়।

এতে সভাপতি মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মাহবুবুল আলম ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী শিক্ষার্থী শাকিলা আক্তার মেরি।

এ কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের মো. আখতার হুসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের মো. মহিবুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের খাদিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ৮ম ব্যাচের মো. রাসেল খান, অর্থ-সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১০ম ব্যাচের রাশেদুল গনি এবং প্রচার সম্পাদক হিসেবে আছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শাহরিন রুকাইয়া ও প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ঐর্শী বিনতে মুর্শেদ।

এছাড়া উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহমান।

সাধারণ সম্পাদক শাকিলা আক্তার মেরি বলেন,
‘আমাদের প্রাথমিক লক্ষ্য হল উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে আগত শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা। আমরা আবেদন প্রক্রিয়া এবং ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যে জীবনযাপনে স্থায়ী হওয়া পর্যন্ত সবকিছুর উপর নির্দেশনা প্রদান করার চেষ্টা করবো। এছাড়াও, যুক্তরাজ্যে যারা ভবিষ্যতের পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সম্ভাব্য শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করবো। যারা ইতিমধ্যেই পড়াশোনার জন্য যুক্তরাজ্যে এসেছেন, তাদের জন্য আমরা একাডেমিক সাফল্য, যুক্তরাজ্যে জীবন এবং আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে সাংস্কৃতিক পার্থক্য বোঝা পর্যন্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে পাশে থাকার চেষ্টা করবো।’

উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বর্তমানে বিশ্বায়নের যুগে পৃথিবীর নানা প্রান্তে আজ কুবিয়ানরা ছড়িয়ে রয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত কুবিয়ানরা সবাইকে সঙ্গে নিয়ে এলামনাই এসোসিয়েশন করেছে জেনে আমি খুবই আনন্দিত। কুবি শিক্ষার্থীদের এই প্লাটফর্ম আগামীর দিনগুলোতে কুবিয়ানদের শিক্ষা ও পেশার প্রয়োজনে যেতে আগ্রহীদের অগ্রজ হিসাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। এই এসোসিয়েশনে আমাকে পরামর্শক উপদেষ্টা হিসাবে মনোনিত করায় আমি প্রিয় শিক্ষার্থীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

যুক্তরাজ্যে কুবি শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন গঠন

কুবি প্রতিনিধি
Update Time : ০৬:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম কমিটি গঠন করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি লন্ডনের হোয়াইটচ্যাপেলে কুবি শিক্ষার্থীদের একটি পুণর্মিলনীতে এ কমিটি গঠিত হয়।

এতে সভাপতি মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মাহবুবুল আলম ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী শিক্ষার্থী শাকিলা আক্তার মেরি।

এ কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের মো. আখতার হুসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের মো. মহিবুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের খাদিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ৮ম ব্যাচের মো. রাসেল খান, অর্থ-সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১০ম ব্যাচের রাশেদুল গনি এবং প্রচার সম্পাদক হিসেবে আছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শাহরিন রুকাইয়া ও প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ঐর্শী বিনতে মুর্শেদ।

এছাড়া উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহমান।

সাধারণ সম্পাদক শাকিলা আক্তার মেরি বলেন,
‘আমাদের প্রাথমিক লক্ষ্য হল উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে আগত শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা। আমরা আবেদন প্রক্রিয়া এবং ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যে জীবনযাপনে স্থায়ী হওয়া পর্যন্ত সবকিছুর উপর নির্দেশনা প্রদান করার চেষ্টা করবো। এছাড়াও, যুক্তরাজ্যে যারা ভবিষ্যতের পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সম্ভাব্য শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করবো। যারা ইতিমধ্যেই পড়াশোনার জন্য যুক্তরাজ্যে এসেছেন, তাদের জন্য আমরা একাডেমিক সাফল্য, যুক্তরাজ্যে জীবন এবং আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে সাংস্কৃতিক পার্থক্য বোঝা পর্যন্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে পাশে থাকার চেষ্টা করবো।’

উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বর্তমানে বিশ্বায়নের যুগে পৃথিবীর নানা প্রান্তে আজ কুবিয়ানরা ছড়িয়ে রয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত কুবিয়ানরা সবাইকে সঙ্গে নিয়ে এলামনাই এসোসিয়েশন করেছে জেনে আমি খুবই আনন্দিত। কুবি শিক্ষার্থীদের এই প্লাটফর্ম আগামীর দিনগুলোতে কুবিয়ানদের শিক্ষা ও পেশার প্রয়োজনে যেতে আগ্রহীদের অগ্রজ হিসাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। এই এসোসিয়েশনে আমাকে পরামর্শক উপদেষ্টা হিসাবে মনোনিত করায় আমি প্রিয় শিক্ষার্থীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’