ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোর ৬ এ বিএনপির প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৯:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১৯৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় দেখা গেছে, যশোর জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৪টি আসনে দলের অভিজ্ঞ নেতাদের এবং একটি আসনে তরুণ প্রজন্মের নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে কেশবপুরে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে প্রতীক দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর ‘যশোরে বিএনপির এমপি পদপ্রার্থীর চূড়ান্ত আলোচনায় যারা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ‘রূপালী বাংলাদেশ’। আজ দলের ঘোষিত প্রার্থী তালিকায় দেখা গেছে, সেই প্রতিবেদনে উল্লিখিত ছয়জনের মধ্যে পাঁচজনই মনোনয়ন পেয়েছেন। যশোর-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

যশোর-১ (শার্শা): বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি আবারও ‘ধানের শীষ’ প্রতীকে লড়বেন। তিনি পূর্বেও এই আসন থেকে প্রার্থী ছিলেন এবং দলের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা নাজমুল মুন্নি। তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ এবং নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।

যশোর-৩ (সদর): বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া): এই আসনে প্রার্থী করা হয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি দলের ভেতরে বিশেষ অবস্থানে আছেন।

যশোর-৬ (কেশবপুর): এই আসনে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এবং তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

যশোর ৬ এ বিএনপির প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ

রাজনীতি ডেস্ক
Update Time : ০৯:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় দেখা গেছে, যশোর জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৪টি আসনে দলের অভিজ্ঞ নেতাদের এবং একটি আসনে তরুণ প্রজন্মের নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে কেশবপুরে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে প্রতীক দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর ‘যশোরে বিএনপির এমপি পদপ্রার্থীর চূড়ান্ত আলোচনায় যারা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ‘রূপালী বাংলাদেশ’। আজ দলের ঘোষিত প্রার্থী তালিকায় দেখা গেছে, সেই প্রতিবেদনে উল্লিখিত ছয়জনের মধ্যে পাঁচজনই মনোনয়ন পেয়েছেন। যশোর-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

যশোর-১ (শার্শা): বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি আবারও ‘ধানের শীষ’ প্রতীকে লড়বেন। তিনি পূর্বেও এই আসন থেকে প্রার্থী ছিলেন এবং দলের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা নাজমুল মুন্নি। তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ এবং নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।

যশোর-৩ (সদর): বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া): এই আসনে প্রার্থী করা হয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি দলের ভেতরে বিশেষ অবস্থানে আছেন।

যশোর-৬ (কেশবপুর): এই আসনে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এবং তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত।