ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বোনকে হত্যার ঘটনায় ভাই-ভাবি আটক

যশোর প্রতিনিধি
  • Update Time : ১১:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ৪০ Time View

যশোরে বোন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) যশোর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে খোকন মোল্লাকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে যশোরের রাজারহাট এলাকা থেকে তার স্ত্রী সালমা বেগমকে আটক করা হয়।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে থাকতেন নিহত শারমিন ও তার স্বামী।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পিবিআই যশোরের এসপি রেশমা শারমীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন ও সালমা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

তারা স্বীকার করেছেন, গত ২৩ জুলাই সকালে পারিবারিক টাকার লেনদেন নিয়ে শারমিনের সঙ্গে ভাবি সালমার তর্ক হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন হাঁসুয়া হাতে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করা হয়। তদন্তের দায়িত্ব পায় পিবিআই,যশোর।

তদন্তের ধারাবাহিকতায় ঘাতক ভাই ও ভাবিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

যশোরে বোনকে হত্যার ঘটনায় ভাই-ভাবি আটক

যশোর প্রতিনিধি
Update Time : ১১:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

যশোরে বোন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) যশোর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে খোকন মোল্লাকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে যশোরের রাজারহাট এলাকা থেকে তার স্ত্রী সালমা বেগমকে আটক করা হয়।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে থাকতেন নিহত শারমিন ও তার স্বামী।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পিবিআই যশোরের এসপি রেশমা শারমীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন ও সালমা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

তারা স্বীকার করেছেন, গত ২৩ জুলাই সকালে পারিবারিক টাকার লেনদেন নিয়ে শারমিনের সঙ্গে ভাবি সালমার তর্ক হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন হাঁসুয়া হাতে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করা হয়। তদন্তের দায়িত্ব পায় পিবিআই,যশোর।

তদন্তের ধারাবাহিকতায় ঘাতক ভাই ও ভাবিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।