বন্ধ ঘোষণার পর খুলে দেওয়া হয়েছে যমুনা ফিউচার পার্ক

- Update Time : ০৪:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ৯৮ Time View
রাজধানীর যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আবার খুলে দেওয়া হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মার্কেটের প্রবেশ মুখে বন্ধের ঘোষণা স্পিকারে প্রকাশ করা হয়।
ঘোষণায় সকলকে ১০ মিনিটের মধ্যে মার্কেট ছেড়ে যেতে বলা হয়। তার কিছুক্ষণ পর জানা যায়, ব্যবসায়ীদের সকল দাবি মেনে নেওয়ার পর আবার খুলে দেয় যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।
রের্কডকৃত ঘোষণায় সকলকে ১০ মিনিটের মধ্যে মার্কেট ছেড়ে যেতে বলা হয়। তবে মার্কেট বন্ধের কারন ও চুরির ঘটনা সম্পর্কে কিছু জানায়নি যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।
জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে সেখানকার মোবাইলের দোকানে চুরি হয়। এর প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নামেন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান বলেন, ‘আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়।’
তিনি জানান, শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা একদফা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা রাস্তায় নামেন।