মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ, ওসিকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

- Update Time : ১১:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৮ Time View
রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ট হয়ে প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মশাল মিছিল করেছেন মোহাম্মদপুরের বিক্ষুব্ধ ছাত্র জনতা।
পাশাপাশি তারা মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় পুলিশ সদর দফতর বরাবর লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে মোহাম্মদপুর থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ করেন তারা। সেখান থেকে ওসির অপসারণ ও লংমার্চ কর্মসূচি করার ঘোষণা দেয়া হয়।
এর আগে তারা মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা মোড় থেকে মশাল মিছিল বের করেন। পরে মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে যায়। এরপর সেখানে বিক্ষোভ কর্মসূচি করেন বিক্ষুব্ধরা।
মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয়রা জানান, পুরো দেশজুড়ে মোহাম্মদপুর এলাকায় এমন ভয়াবহতা দেখলেও মোহাম্মদপুর থানার ওসির ঘুম ভাঙেনি। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাং হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। সেজন্য ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়। তাকে অপসারণ করা না হলে পুলিশ সদর দফতর বরাবর লং মার্চ করার ঘোষণা দেয় ছাত্র জনতা।
কর্মসূচিতে আসা স্থানীয় বাসিন্দা ইসমাইল পাটোয়ারী বলেন, এলাকায় কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। আমরা মোহাম্মদপুর থানা ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ চাই।