মোরেলগঞ্জে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই ক্ষয়ক্ষতি ১০ লক্ষ টাকা

- Update Time : ০১:১৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯১ Time View
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২নং পঞ্চকরন ইউনিয়নের খাড়ইখালী গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোহাম্মদ মোশারফ হোসেন শিকদারের বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার, একটি টিভি, একটি ফ্রিজ, কাঠের আলমারি ও পালঙ্ক, পানির পাম্পসহ বাইরে রাখা তিন হাজার লিটারের পানির ট্যাংকি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোশারফ হোসেন শিকদার জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়েছে তিনি দেখতে পাননি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একদল প্রতিপক্ষ তাকে হুমকি দিয়ে আসছিল বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে ঘরের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনের তীব্রতায় আধাঘন্টার মধ্যে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও প্রচণ্ড তাপে কাছে যাওয়া সম্ভব হয়নি।
শনিবার সকালে পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নাসির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়