ব্রেকিং নিউজঃ
মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা, বিএনপি নেতাকে শোকজ

নওরোজ ডেস্ক
- Update Time : ০১:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ২২৫ Time View
বিএনপির নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে তাকে শোকজ করা হয়।
এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে গত ১ অক্টোবর আপনি নিজ এলাকা পাবনা-২ নির্বাচনি আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে দলীয় সিদ্ধান্তকে অগ্রাহ্য করার শামিল।
চিঠিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞার কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ জানিয়ে লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
নওরোজ/এসএইচ