মে দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা

- Update Time : ১০:২৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৩৬১ Time View
বায়েজিদ হোসেন, গাজীপুর : আজ পহেলা মে বেলা ১১টায় মহান মে দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) কার্যালয়ে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি ও পিপলস লাইফ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া।
জিইউজের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি মোতাহার হোসেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় আরো বেশি সোচ্চার ও সচেতন হতে হবে। মে দিবসে এটাই হবে আমাদের অঙ্গীকার।
আরো বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া , শ্রীপুর ইউনিট চিফ আলামিন , সদর ইউনিট চিফ মেহেদী হাসান বিপ্লব , কাপাসিয়া ইউনিট চিফ জাকির হোসেন কামাল ও রাশেদ উল ইসলাম কমল সদস্য গাজীপুর সাংবাদিক ইউনিয়ন । আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।