ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

ফুটবল
  • Update Time : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ১৬ Time View

বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি এক লড়াই দেখল সকলে। বার্সেলোনার মাঠে গিয়ে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। এই ম্যাচটি ইয়ামালের জন্য যেমন ছিল স্পেশাল, তেমনি ম্যাচটি স্মরণীয় করে রাখলেন রাফিনিয়া। ম্যাচে একটি অ্যাসিস্ট করেই সাবেক বার্সেলোনার তারকা মেসির রেকর্ড ভাঙলেন ব্রাজিলের এই উইঙ্গার।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টারের বিপক্ষে ড্র করার ম্যাচে প্রথম ২০ মিনিটেই দুই গোল হজম করে বার্সেলোনা। যদিও পিছিয়ে পড়ে দারুণভাবে সমতায় ফিরেছে স্বাগতিকরা। বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেরান তোরেস। সেই গোলে অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া। পেদ্রির বাড়ানো ক্রস থেকে হেড করে বল পাঠান ইন্টারের বক্সে, সেখান থেকে ফাঁকায় বল পেয়ে দলকে সমতায় ফেরান তোরেস।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১২ গোল করা রাফিনিয়া অ্যাসিস্ট করলেন আটটি। সব মিলিয়ে তার অবদান ২০ গোলে। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ১৯ গোলে অবদান রেখেছিলেন মেসি, যার ১৪টি করেন নিজে এবং অ্যাসিস্ট করেন পাঁচটিতে। মেসির পুরনো সেই রেকর্ড ভাঙলেন রাফিনিয়া।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ডটা এখনও পর্তুগিজ মহাতারকা রোনালদোর। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২১ গোলে অবদান রাখেন এই সিআর সেভেন। আর একটি গোল কিংবা অ্যাসিস্ট করলেই তাকে ছুঁয়ে ফেলবেন রাফিনিয়া। এর সাথে আর একটি মাত্র অ্যাসিস্ট করতে পারলেই বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমের সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলারদের একজন হবেন তিনি।

১৯৯৯-২০০০ মৌসুমের ইউরোপ সেরার লড়াইয়ে কাতালানদের হয়ে সর্বোচ্চ নয়টি অ্যাসিস্ট করেন ক্লাবটির সাবেক ফুটবলার লুইস ফিগো।

Please Share This Post in Your Social Media

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

ফুটবল
Update Time : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি এক লড়াই দেখল সকলে। বার্সেলোনার মাঠে গিয়ে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। এই ম্যাচটি ইয়ামালের জন্য যেমন ছিল স্পেশাল, তেমনি ম্যাচটি স্মরণীয় করে রাখলেন রাফিনিয়া। ম্যাচে একটি অ্যাসিস্ট করেই সাবেক বার্সেলোনার তারকা মেসির রেকর্ড ভাঙলেন ব্রাজিলের এই উইঙ্গার।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টারের বিপক্ষে ড্র করার ম্যাচে প্রথম ২০ মিনিটেই দুই গোল হজম করে বার্সেলোনা। যদিও পিছিয়ে পড়ে দারুণভাবে সমতায় ফিরেছে স্বাগতিকরা। বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেরান তোরেস। সেই গোলে অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া। পেদ্রির বাড়ানো ক্রস থেকে হেড করে বল পাঠান ইন্টারের বক্সে, সেখান থেকে ফাঁকায় বল পেয়ে দলকে সমতায় ফেরান তোরেস।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১২ গোল করা রাফিনিয়া অ্যাসিস্ট করলেন আটটি। সব মিলিয়ে তার অবদান ২০ গোলে। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ১৯ গোলে অবদান রেখেছিলেন মেসি, যার ১৪টি করেন নিজে এবং অ্যাসিস্ট করেন পাঁচটিতে। মেসির পুরনো সেই রেকর্ড ভাঙলেন রাফিনিয়া।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ডটা এখনও পর্তুগিজ মহাতারকা রোনালদোর। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২১ গোলে অবদান রাখেন এই সিআর সেভেন। আর একটি গোল কিংবা অ্যাসিস্ট করলেই তাকে ছুঁয়ে ফেলবেন রাফিনিয়া। এর সাথে আর একটি মাত্র অ্যাসিস্ট করতে পারলেই বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমের সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলারদের একজন হবেন তিনি।

১৯৯৯-২০০০ মৌসুমের ইউরোপ সেরার লড়াইয়ে কাতালানদের হয়ে সর্বোচ্চ নয়টি অ্যাসিস্ট করেন ক্লাবটির সাবেক ফুটবলার লুইস ফিগো।