মেসির দর্শনীয় গোলে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়
- Update Time : ০৫:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১১৭৮ Time View
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলে ইন্টার মায়ামি এমএলএস কাপের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে পরাজিত করেছে। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে মেসির নৈপুণ্যে দলটি উজ্জ্বল সূচনা রাখে।
ম্যাচ শুরুর আগে মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করার জন্য মেসিকে ‘গোল্ডেন বুট’ ট্রফি প্রদান করা হয়। ২৮ ম্যাচে এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কার লাভ করেন।
ম্যাচে মেসি তার শ্রেষ্ঠত্বের পরিচয় দেন ১৯তম মিনিটে। লুইস সুয়ারেজের দেয়া পারফেক্ট ক্রসে ডাইভিং হেড করে তিনি মায়ামিকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় গোলটিও আসে মেসির কিক থেকে, যেখানে তিনি সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু ওয়ান সংযোগ স্থাপন করে বলটি জালে জড়েন।
৬২তম মিনিটে ইয়ান ফ্রের পাস থেকে হেডার গোলটি করেন আদেও আলেন্দে, স্কোরলাইন হয় ২-০। ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ের নবম মিনিটে মেসি তার দ্বিতীয় গোলটি করেন। ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের ভুলের সুযোগ নিয়ে খালি গোলে বলটি জালে পাঠান তিনি।
এই জয়ের একদিন আগেই মেসি তিন বছরের চুক্তি নবায়ন করেছেন, যা তাকে ২০২৮ সাল পর্যন্ত ফ্লোরিডাভিত্তিক দলেই রাখবে।
ম্যাচ পরবর্তী সাক্ষাত্কারে দলের সতীর্থ রদ্রিগো দে পল বলেন, “আমরা জানি, প্লে-অফ ম্যাচ সবসময় কঠিন হয়। তাই ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। দল আজ খুব ভালো খেলেছে – তীব্রতা, মনোযোগ, কখন আক্রমণ করতে হবে আর কখন রক্ষণে নামতে হবে – সব দিকেই আমরা শৃঙ্খলাবদ্ধ ছিলাম।”
মায়ামির এই জয় দলকে প্লে-অফ সিরিজে সঠিক পথে এগিয়ে নিয়ে গেছে। দে পল তার বক্তব্যে যোগ করেন, “আশা করি, এটাই কেবল শুরু। আমরা দেখিয়েছি, দল হিসেবে আমরা বেড়ে উঠছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়































































































