মেট্রোরেল চলবে ১২ ঘণ্টা
- Update Time : ০৭:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ২১২ Time View
মেট্রোরেলের নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্ভিস পাওয়া যাবে। এখন মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে বন্ধ থাকবে শুক্রবার।
বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের শুভ উদ্বোধন করেন। এর একদিন পর ২৯ ডিসেম্বর সাধারণ যাত্রী পরিবহনের মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে চালু হয় মেট্রোরেল।
শুরুতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করে এ রেল। এরপর যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এপ্রিলের শুরুতে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়।
গত ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছয় ঘণ্টা চলাচল শুরু করে মেট্রোরেল। ডিএমটিসিএল কর্তৃপক্ষ তখনই জানিয়েছিল, জুলাই মাস থেকে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু হবে। তখন প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ উড়াল ট্রেন। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ মে থেকে প্রতিদিন ১২ ঘণ্টায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল।























































































































































































