ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

মেট্রোরেল কর্মকর্তা–কর্মচারীদের ছুটি বাতিল, নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৫৬ Time View

ছবি : সংগৃহীত

মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।” তবে কেন ছুটি বাতিল করা হয়েছে, তা আদেশে উল্লেখ করা হয়নি।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, চলতি মাসে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হতে পারে। এ সময় ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো—এমন প্রচার অনলাইনে ছড়িয়ে পড়েছে।

সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাশকতা বা অস্বাভাবিক পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য মেট্রোরেল স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা ও কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

মেট্রোরেল কর্মকর্তা–কর্মচারীদের ছুটি বাতিল, নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১০:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।” তবে কেন ছুটি বাতিল করা হয়েছে, তা আদেশে উল্লেখ করা হয়নি।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, চলতি মাসে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হতে পারে। এ সময় ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো—এমন প্রচার অনলাইনে ছড়িয়ে পড়েছে।

সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাশকতা বা অস্বাভাবিক পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য মেট্রোরেল স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা ও কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।