মৃত্যুর সঙ্গে লড়ছেন সিআইডি’র ফ্রেডি

- Update Time : ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ২৬৬ Time View
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা দীনেশ ফাডনিশ। তিনি ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ নামে ভক্তদের কাছে জনপ্রিয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে দীনেশকে। এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।
গত শুক্রবার রাতে ‘সিআইডি’র কলাকুশলীদের দীনেশের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানানো হয়েছিল। দীনেশের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তাদের অনেকেই তখন হাসপাতালে যান।
সংবাদমাধ্যমকে সিআইডি টিমের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাতে তার শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল। সেই তুলনায় অভিনেতার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।