মুন্সীগঞ্জে বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

- Update Time : ০১:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২১ Time View
মুন্সীগঞ্জের বালিগাঁওয়ে গভীর রাতে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার নিহত হয়েছেন। তবে আগুন লাগার সূত্রপাত এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ি-লৌহজং সড়কের বালিগাঁও সেতুর কাছে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, লৌহজং ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধ হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। তার পুরো শরীর আগুনে পুড়ে গেছে।
তিনি আরও জানান, বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত চালক ও হেলপাররা বাসে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে থাকেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, রাতের গভীরে আকস্মিকভাবে বাসে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাংচিল পরিবহনের ওই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
নিহত শাহাবীর মিয়া (১৪) লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।