মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা
- Update Time : ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৯ Time View
মিস ইউনিভার্সের মঞ্চে ঝলমলে আলোয় যখন সারা দুনিয়ার সুন্দরীরা সারিবদ্ধ ভাবে দাঁড়ানো, ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ল দুনিয়াজুড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, হঠাৎই কঠোর, প্রায় তাচ্ছিল্যভরা মুখে মিস ভেনেজুয়েলা জোরে ধাক্কা দিয়ে এগিয়ে গেলেন সামনে, যেন মিস বাংলাদেশ সেখানে দাঁড়িয়েই থাকার অধিকার রাখেন না। অথচ স্পষ্ট বোঝা যাচ্ছিল—এক চুল নড়ার মতো ফাঁকও ছিল না মিস বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার জন্য। এই ঘটনাই এখন রীতিমতো আগুন জ্বালিয়েছে সৌন্দর্য প্রতিযোগিতার আঙিনায়, উঠেছে প্রশ্ন—এ কি শুধু অসাবধানতা, নাকি ‘সাশ-হীন’ দেশের প্রতি অঘোষিত অবজ্ঞা?
তবে সেই ভিডিওতে বিদেশী দর্শকদের অনেকের মন্তব্য ছিল, ‘লিডিং’ বা ঐতিহ্যবাহী শক্তিশালী দেশগুলোর প্রতিযোগীরা প্রায়ই ‘নন-স্যাশ’দেশের প্রতিনিধিদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করে থাকেন। সেই ধারাবাহিকতারই প্রতিফলন যেন দেখা গেল ভেনেজুয়েলার প্রতিনিধির আচরণে।
তবে সবচেয়ে প্রশংসা কুড়িয়েছেন মিস বাংলাদেশ। আচমকা পরিস্থিতিতে তিনি যেভাবে শান্ত, মার্জিত ও সম্মানজনক ভঙ্গিতে প্রতিক্রিয়া দেখালেন, তা দর্শকদের মন জিতে নিয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন,’তার নড়াচড়া করার প্রয়োজনই ছিল না, কিন্তু তবুও তিনি অসাধারণ সৌজন্য দেখিয়েছেন।‘
ঘটনাটি সামনে আসার পর অনেকে ‘স্টেজ এটিকেট’ ও বড় দেশের আধিপত্যের বিষয়েও নতুন করে প্রশ্ন তুলছেন। মিস ইউনিভার্সের মঞ্চে যেখানে বলা হয় সমতার কথা, সেখানে এমন আচরণ নিয়ে সমালোচনা যেন থামছে না ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































