ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের আরও তিন মামলায় জামিন

নওরোজ রাজনীতি ডেস্ক
  • Update Time : ১১:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৮০ Time View

ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও তিন মামলায় জামিন পেয়েছেন। মামলাগুলো পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় দায়েরকৃত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন জামিন মঞ্জুর করেন। মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার একই আদালত মির্জা আব্বাসকে পল্টন থানার চার, রমনা মডেল থানার দুইটি মামলায় জামিন দেন। এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া মোট ১১ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন তিনি। তবে রেলওয়ে থানার নাশকতা, রমনা মডেল থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন না থাকায় এখনই কারামুক্ত হচ্ছেন না।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ১১ মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হন। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

মির্জা আব্বাসের আরও তিন মামলায় জামিন

নওরোজ রাজনীতি ডেস্ক
Update Time : ১১:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও তিন মামলায় জামিন পেয়েছেন। মামলাগুলো পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় দায়েরকৃত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন জামিন মঞ্জুর করেন। মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার একই আদালত মির্জা আব্বাসকে পল্টন থানার চার, রমনা মডেল থানার দুইটি মামলায় জামিন দেন। এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া মোট ১১ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন তিনি। তবে রেলওয়ে থানার নাশকতা, রমনা মডেল থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন না থাকায় এখনই কারামুক্ত হচ্ছেন না।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ১১ মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হন। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়।