মির্জাপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

- Update Time : ০৮:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৪০ Time View
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৫ মে) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খন্দকার আল মমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সোহেল ছানোয়ার, গাজীপুরস্থ শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ফারুক সিকদার, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, বিএনপি নেতা আবুল হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ।
পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরষ্কার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। এদিন বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।