মির্জাগঞ্জে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিলো বৃদ্ধার প্রাণ

- Update Time : ০১:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ২৮৬ Time View
পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পিয়ারা বেগম ( ৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধা উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের সাতবাড়ীয়া হাজীখালী গ্রামের আজিজ খানের স্ত্রী এবং তিন ছেলে ও দুই মেয়ের জননী।
রবিবার ( ৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার রানীপুর বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পিয়ারা বেগম তার স্বামী-সন্তানদের সাথে একটি কাজের জন্য রানীপুর বাসস্ট্যান্ডে মেয়ে জামাইয়ের গোস্তের দোকানে আসে। কাজ শেষ করে ঘটনার সময় বাড়ীতে যাওয়ার জন্য রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় হঠাৎ একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে তাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে সে সড়কের উপর ছিটকে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।