মির্জাগঞ্জে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

- Update Time : ০৮:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৮০ Time View
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট ) সকাল ১০ টায় উপজেলা সদর সুবিদখালী আশ্রাফ কমিউনিটি সেন্টারে সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ( ভারপ্রাপ্ত) মো. জাফর উল্লাহ।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট সোলায়মান সিকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ড. মো. আবদুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিরাজুল হক মিন্টু, দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট এইচ. এম. মাসুদ আল মামুন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামরুজ্জামান টিপু মিয়া, এ্যাডভোকেট তোফায়েল আহম্মেদ খান প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার। সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, জেলা ও উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা- প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান সভাপতি ও মো. রাসেল হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।