মিরপুরে বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
- Update Time : ০২:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২৮ Time View
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিলে তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শাহ আলী থানার ওসি মোহাম্মদ গোলাম আযম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে এবং অপরজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার নাম সাইয়্যাফ (১৮)। মিরপুর-১০ নম্বরে পপুলার হাসপাতালের গলিতে তার বাসা। সাইয়্যাফ বাংলাদেশ নৌবাহিনী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
থানার এসআই আনোয়ার বলেন, বাসে আগুন লাগিয়ে পালানোর সময় জনগণের ধাওয়ায় একজন তুরাগ নদীতে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি জানান, একই সময় স্থানীয়দের হাতে রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইজন দুর্বৃত্ত পার্কিং করা ঢাকা মেট্রো ব-১৩-১২৬২ নম্বর বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে এবং অপরজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তাকে নিথর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের আসন ও জানালার গ্লাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































