মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২১

- Update Time : ০৫:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৮৯ Time View
ঢাকায় সুন্নি জামায়াতের মাহফিল শেষে ফেরার পথে ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বাস। এ সময় অন্তত ২১ জন মুসল্লি আহত হয়েছেন। আহতরা সবাই পরশুরাম উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দিন ভোর ৪টায় ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানে মাহফিল শেষে ফিরছিল বাসটি।
ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতাল ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের চিকিৎসক আসিফ ইকবাল জানান, আহতদের মধ্যে ২১ জনকে চিকিৎসাসেবা দিয়েছি। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হলেওবাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছে।
ফুলগাজী থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঢাকায় সুন্নী ইজতেমা যোগ দিতে শুক্রবার (২০ ডিসেম্বর) পরশুরাম থেকে কিছু মুসল্লি একটি বাস রিজার্ভ করে ঢাকায় যান।
মাহফিল শেষে তাদের বহন করা বাসটি ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোরে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ২১ মুসল্লি আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নওরোজ/এসএইচ