মার্কিন মালিকানায় গেল দ্য টেলিগ্রাফ

- Update Time : ০৮:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৭ Time View
ব্রিটিশ ডানপন্থি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৬৭০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স-এর মালিকানায় যাচ্ছে।
শুক্রবার উভয়পক্ষ একটি নীতিগত চুক্তিতে সম্মত হয়েছে বলে জানায় দ্য টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি)।
এক যৌথ বিবৃতিতে বলা হয়, রেডবার্ড টিএমজি অধিগ্রহণের মাধ্যমে ১৭০ বছর পুরনো এই পত্রিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে। ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত দ্য টেলিগ্রাফ বর্তমানে মুদ্রণ সংস্করণের পাশাপাশি অনলাইনেও ব্যাপকভাবে প্রকাশিত হচ্ছে।
২০২৩ সালের শেষ দিকে আবুধাবি-ভিত্তিক রেডবার্ড আইএমআই দ্য টেলিগ্রাফ কেনার চেষ্টা করেছিল। তবে, তখন ব্রিটেনের রক্ষণশীল সরকার চুক্তিতে আপত্তি জানায়। কারণ, আবুধাবির গণমাধ্যম নিয়ন্ত্রণের অতীত রেকর্ড দেখে যুক্তরাজ্য সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তৎক্ষণাৎ নতুন নিলামের উদ্যোগ নেয়।
এবারের চুক্তি নিয়ে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স জানায়, এই অধিগ্রহণ কেবল মালিকানা পরিবর্তন নয়, বরং দ্য টেলিগ্রাফের ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার এক নতুন যুগের সূচনা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ডিজিটাল কার্যক্রম, সাবস্ক্রিপশন মডেল এবং সাংবাদিকতায় মূলধন বিনিয়োগ বাড়াবে এবং সংবাদপত্রটিকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।
রেডবার্ড আরও জানিয়েছে, তারা দ্য টেলিগ্রাফের সম্পাদনা স্বাধীনতা ও মূল্যবোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এ লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনায় রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়