মামলা থেকে নাম কাটতে চাঁদা দাবির মামলায় ২ দিনের রিমান্ডে ব্যবসায়ী

- Update Time : ১২:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৭ Time View
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যাচেষ্টা মামলা থেকে নাম কাটতে আওয়ামীলীগ নেত্রী লিপি খান ভরসার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রংপুরের ব্যবসায়ী অমিত বনিক। সেই মামলায় জিজ্ঞাবাসাদের জন্য ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুরে রিমান্ডের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম আদালত) রংপুরের বিচারক মোঃ সোয়েবুর রহমান। এর আগে পুলিশী পাহারায় রংপুরের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়া হয় ব্যবসায়ী অমিত বনিককে। এরপর চাঁদাবাজির বিষয়ে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজার রহমান ১০ (দশ) দিনের পুলিশ রিমান্ডে আবেদন করেন। শুনানী শেষে জামিন না মঞ্জুর করে দুই দিনের (৪৮ ঘন্টার) পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আগামী ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ১৩ নভেম্বর রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার পর মামলা থেকে নাম কাটাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের নামে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির করেন ব্যবসায়ী অমিত বণিক। ঘুষ দাবির কথোপকথনের কয়েকটি অডিওসহ থানায় জমা দেন লিপি খান ভরসা। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ হাসান অমিত বনিকের নামে মামলা দায়ের করেন। এরপর অমিত বণিককে থানায় ডেকে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশ গ্রেফতার করে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি রংপুরের ব্যবসায়ী লিপি খান ভরসাকে ১৬ মার্চ রোববার ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ওই দিন রাত সাড়ে ৯ টার দিকে রংপুর সিএমএম আদালতে নেওয়া হলে তার পক্ষে জামিন আবেদন করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান কারাগারে প্রেরণের আদেশ দেন।
আরও পড়ুনঃলিপি খান ভরসার জামিন আবেদন নামঞ্জুর: কারাগারে প্রেরণ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়