মামলা থাকলেই গ্রেফতার নয়: ডিএমপি কমিশনার

- Update Time : ০৩:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ২৫৪ Time View
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, মামলার এজাহারে নাম থাকলেই গ্রেফতার করতে হবে বিষয়টা এমন না। কালেকটিভ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে মো. মাইনুল হাসান এ কথা বলেন।
মো. মাইনুল হাসান বলেন, এফআইআর-এ নাম থাকলেই গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানার লুটপাটের ঘটনায়ও মামলা হবে। দুই এক সপ্তাহর মধ্যে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ছিনতাই প্রতিরোধে পুলিশ আরও সক্রিয় হবে। চেক পোস্টগুলোও কাজ শুরু করেছে।
মতবিনিময় সভায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
নওরোজ/এসএইচ