ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মামদানি কি প্রেসিডেন্ট হতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১২১ Time View

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর ও বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের মেয়র পদে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জয়ী জোহরান মামদানি এখন জাতীয় মুখ হয়ে উঠেছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। এমনকি গতকাল জয়ী হয়ে তাকে খোঁচা দিতে ছাড়েননি মামদানি।

মামদানি শহরটির ইতিহাসে ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র, প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি, যিনি এ পদে আসীন হচ্ছেন। তার নির্বাচনী প্রচারকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করা বারাক ওবামার প্রার্থিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু মামদানি কি ওবামার পদাঙ্ক অনুসরণ করে হোয়াইট হাউসের জন্য প্রার্থী হতে পারবেন? উত্তর হচ্ছে, না।

যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী একজন ব্যক্তিকে দেশটির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতে হলে তাকে জন্মসূত্রে দেশটির নাগরিক হতে হবে। কিন্তু মামদানি জন্মসূত্রে মার্কিন নাগরিক নন। আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় তার জন্ম ১৯৯১ সালে। তার বাবা ও মা দুজনই ভারতীয় বংশোদ্ভূত।

Please Share This Post in Your Social Media

মামদানি কি প্রেসিডেন্ট হতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর ও বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের মেয়র পদে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জয়ী জোহরান মামদানি এখন জাতীয় মুখ হয়ে উঠেছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। এমনকি গতকাল জয়ী হয়ে তাকে খোঁচা দিতে ছাড়েননি মামদানি।

মামদানি শহরটির ইতিহাসে ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র, প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি, যিনি এ পদে আসীন হচ্ছেন। তার নির্বাচনী প্রচারকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করা বারাক ওবামার প্রার্থিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু মামদানি কি ওবামার পদাঙ্ক অনুসরণ করে হোয়াইট হাউসের জন্য প্রার্থী হতে পারবেন? উত্তর হচ্ছে, না।

যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী একজন ব্যক্তিকে দেশটির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতে হলে তাকে জন্মসূত্রে দেশটির নাগরিক হতে হবে। কিন্তু মামদানি জন্মসূত্রে মার্কিন নাগরিক নন। আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় তার জন্ম ১৯৯১ সালে। তার বাবা ও মা দুজনই ভারতীয় বংশোদ্ভূত।