মামদানির বিজয় মঞ্চে বাজল ‘ধুম মাচালে’
- Update Time : ০৮:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৯৬৯ Time View
ভারতের সঙ্গে প্রবল টান থাকা জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। বিজয় ভাষণে তিনি ভারতীয় রেশ বজায় রেখে বলিউডের ‘ধুম মাচালে’ গান বাজিয়ে স্ত্রী ও মা–বাবাকে মঞ্চে ডেকে নেন।
নিউইয়র্কের ব্রুকলিনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে জোহরান জয়ী হন। কুমো ছিলেন ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী।
জোহরান মামদানির মা–বাবা উভয়ই ভারতীয় বংশোদ্ভূত; মা চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার, বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাহমুদ মামদানি।
উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করা জোহরান সাত বছর বয়সে নিউইয়র্কে আসেন এবং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। নতুন মুখ হলেও, নিম্ন আয়ের মানুষের জন্য নগরকে বাসযোগ্য করার স্বপ্ন নিয়ে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন।




































































































































































































