মাভাবিপ্রবিতে ১০ শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতি
- Update Time : ০৮:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১৩০ Time View
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষক সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যেই এ পদোন্নতি প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৪৮তম সভায় পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এরপর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের উদ্দেশে পদোন্নতি বিষয়ক চিঠি প্রেরণ করা হয়।
অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন রসায়ন বিভাগের ড. মো. আব্দুর রহমান ও ড. উম্মে সালমা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ড. মাহবুবা বেগম, গণিত বিভাগের ড. মো. মিজানুর রহমান ও ড. মো. রাজিয়া পারভীন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ড. শিমুল রায়, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. জিয়াউর রহমান ও ড. মো. আবীর হোসেন, পরিসংখ্যান বিভাগ ড. ফয়জুন নাহার মিম, ফার্মেসি বিভাগ ড. মোছা. চাঁদ সুলতান খাতুন।
সদ্য পদোন্নতি প্রাপ্ত অধ্যাপক ড. শিমুল রায় জানান, “বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। গবেষণাভিত্তিক শিক্ষা এবং পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনে আমি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে জ্ঞানের ভাগাভাগি করে গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষে কাজ করে যেতে চাই।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়

























































































































































