ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

মাভাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : ০২:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ৩৯ Time View

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এ খসড়া প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং জনসংযোগ দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা খসড়া গঠনতন্ত্রের ওপর নিজেদের মতামত দিতে পারবেন। মতামত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকের ই-মেইল [email protected] ঠিকানায় পাঠানো যাবে।

কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, “২৯ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত মতামতের ভিত্তিতে ৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া প্রস্তুত করা হবে। ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য সংশোধিত গঠনতন্ত্র পুনরায় প্রকাশ করা হবে এবং ৮ নভেম্বর মতবিনিময় সভার মাধ্যমে গঠনতন্ত্রটি চূড়ান্ত করা হবে।”

এর আগে, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিনকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য সচিব করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিক আইন ও নীতিমালা পর্যালোচনা, ছাত্র সংসদ গঠনের কাঠামো ও প্রক্রিয়া নিয়ে পরামর্শ প্রদান এবং পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করা।

Please Share This Post in Your Social Media

মাভাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

মাভাবিপ্রবি প্রতিনিধি
Update Time : ০২:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এ খসড়া প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং জনসংযোগ দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা খসড়া গঠনতন্ত্রের ওপর নিজেদের মতামত দিতে পারবেন। মতামত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকের ই-মেইল [email protected] ঠিকানায় পাঠানো যাবে।

কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, “২৯ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত মতামতের ভিত্তিতে ৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া প্রস্তুত করা হবে। ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য সংশোধিত গঠনতন্ত্র পুনরায় প্রকাশ করা হবে এবং ৮ নভেম্বর মতবিনিময় সভার মাধ্যমে গঠনতন্ত্রটি চূড়ান্ত করা হবে।”

এর আগে, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিনকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য সচিব করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিক আইন ও নীতিমালা পর্যালোচনা, ছাত্র সংসদ গঠনের কাঠামো ও প্রক্রিয়া নিয়ে পরামর্শ প্রদান এবং পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করা।