মাভাবিপ্রবিতে ইংরেজি বিভাগের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
- Update Time : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ১২৪৮ Time View
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সমাপনী ও বিদায় সংবর্ধনা এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিভাগীয় সেমিনার হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নতুনদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনার মাধ্যমে প্রজন্মের এক আবেগঘন মিলন ঘটে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, নবীন শিক্ষার্থী ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সারা বিশ্বে যত নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে ইংরেজি ভাষা ও সাহিত্যের গবেষণার ক্ষেত্র থেকে। ইংরেজি আজ বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ভাষা। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে গবেষণা ও উচ্চশিক্ষায় ইংরেজির বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “ভালো ছাত্র হওয়া কিংবা ভালো চাকরি পাওয়া সহজ, কিন্তু ভালো মানুষ হতে হলে নিজের ভেতরে সততা ও সচেতনতা গড়ে তুলতে হয়। ভালো মানুষ ছাড়া ভালো পেশাজীবী হওয়ার কোনো মূল্য নেই।”
অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থী করিম বলেন, “এই বিভাগ শুধু আমাদের পড়াশোনার জায়গা নয়, এটি ছিল আমাদের দ্বিতীয় পরিবার। শিক্ষকদের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে আমরা এখানে শেখার পাশাপাশি মানুষ হিসেবে গড়ে উঠেছি।”
অন্যদিকে নবীন শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “ইংরেজি বিভাগে ভর্তি হতে পেরে আমি গর্বিত। সিনিয়রদের সফলতার গল্প শুনে অনুপ্রাণিত হয়েছি। আমরাও তাঁদের পথ অনুসরণ করতে চাই।”



































































































































































































