মাভাবিপ্রবিতে আগামীকাল ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’

- Update Time : ১১:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১২৫ Time View
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’।
আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দরবার হলে, মজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে এই সম্মেলনের পর্দা উঠবে।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মুক্তচিন্তা ও অংশগ্রহণমূলক নেতৃত্বের সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে।
সম্মেলনের সদস্য সচিব কাশিফ আহমেদ জানান, “মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো আমরা আয়োজন করছি ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’। এই ঐতিহাসিক দরবার হলেই নতুন প্রজন্মের চিন্তা, সংলাপ ও নেতৃত্বের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে এই সম্মেলন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীরা এখানে নিজেদের ভাবনা, মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করতে পারবেন এক অভিন্ন মঞ্চে।”
কাশিফ আহমেদের মতে, “‘ভাসানী ছাত্র সম্মেলন’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি হতে যাচ্ছে নতুন ধারার চিন্তা, ঐক্য ও পরিবর্তনের সূচনা।”
সম্মেলনে আলোচনার মূল বিষয় হিসেবে থাকছে— শিক্ষা ও গবেষণার উন্নয়ন, সংস্কৃতি ও পরিবেশ রক্ষা, আবাসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার, স্বাস্থ্য ও খাদ্যব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ মাকসুদ রূপরেখা নির্ধারণ।