ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নাহিদ ইসলাম

মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে নতুন করে অভ্যুত্থান হতে পারে

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৬৭ Time View

নাহিদ ইসলাম, ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত সরকার দেশের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় বৈষম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেখানে মাফিয়া ও লুটেরা শ্রেণী ক্ষমতায় ছিল। এর ফলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও আকাঙ্ক্ষা দীর্ঘদিন উপেক্ষিত হয়েছে। তবে জনগণের মধ্যে ঐক্য গড়ে ওঠায় জুলাইয়ের অভ্যুত্থান হয়। যেখানে তরুণরা ন্যায্য অধিকার ও স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় সংগ্রামে নেমেছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে নতুন করে অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এর সমাপনী অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজক বণিক বার্তা।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থান রাজনৈতিক ঘটনাপ্রবাহের অংশ হলেও এর মূলে ছিল জনগণের সার্বিক উন্নতির আকাঙ্ক্ষা। বর্তমানে দুটি বড় চ্যালেঞ্জ হলো-কর্মসংস্থান সৃষ্টি এবং মহানগরগুলোর উঠতি মধ্যবিত্তের জীবন-জীবিকার সুরাহা। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সেবার ন্যায্য অধিকার নিশ্চিত করাও অপরিহার্য।

তিনি আরো বলেন, নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তে নগরের গণপরিবহন, তরুণদের চাকরির সুযোগ ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রবাসীদের দেশের উন্নয়নে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, প্রবাসীরা যুক্ত হতে আগ্রহী, তবে ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে না তুললে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যদি সমাজে ফ্যাসিবাদী মনোভাব বজায় থাকে, তাহলে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে না। স্থায়িত্ব না থাকলে সংস্কার ও উন্নয়নও টেকসই হবে না।

তিনি জানান, পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ চলছে এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে এনসিপি সচেষ্ট থাকবে।

Please Share This Post in Your Social Media

নাহিদ ইসলাম

মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে নতুন করে অভ্যুত্থান হতে পারে

রাজনীতি ডেস্ক
Update Time : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত সরকার দেশের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় বৈষম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেখানে মাফিয়া ও লুটেরা শ্রেণী ক্ষমতায় ছিল। এর ফলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও আকাঙ্ক্ষা দীর্ঘদিন উপেক্ষিত হয়েছে। তবে জনগণের মধ্যে ঐক্য গড়ে ওঠায় জুলাইয়ের অভ্যুত্থান হয়। যেখানে তরুণরা ন্যায্য অধিকার ও স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় সংগ্রামে নেমেছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে নতুন করে অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এর সমাপনী অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজক বণিক বার্তা।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থান রাজনৈতিক ঘটনাপ্রবাহের অংশ হলেও এর মূলে ছিল জনগণের সার্বিক উন্নতির আকাঙ্ক্ষা। বর্তমানে দুটি বড় চ্যালেঞ্জ হলো-কর্মসংস্থান সৃষ্টি এবং মহানগরগুলোর উঠতি মধ্যবিত্তের জীবন-জীবিকার সুরাহা। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সেবার ন্যায্য অধিকার নিশ্চিত করাও অপরিহার্য।

তিনি আরো বলেন, নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তে নগরের গণপরিবহন, তরুণদের চাকরির সুযোগ ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রবাসীদের দেশের উন্নয়নে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, প্রবাসীরা যুক্ত হতে আগ্রহী, তবে ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে না তুললে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যদি সমাজে ফ্যাসিবাদী মনোভাব বজায় থাকে, তাহলে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে না। স্থায়িত্ব না থাকলে সংস্কার ও উন্নয়নও টেকসই হবে না।

তিনি জানান, পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ চলছে এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে এনসিপি সচেষ্ট থাকবে।