মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

- Update Time : ১২:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯৬ Time View
হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম এই আদেশ দেন।
২০১৪ সালে ২৪ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা আসাদুজ্জামান খান তুহিন বাদি হয়ে মামলাটি দায়ের করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নূরুল ইসলাম।
এর আগে গত ১১ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৪ সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত। নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় দেন।
এছাড়াও গত ২৭ আগস্ট গোপালগঞ্জে মানহানির একটি, ২১ আগস্ট নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের একটি, ১৩ আগস্ট মাদারীপুরে মানহানির একটি এবং ১২ আগস্ট পটুয়াখালীতে মানহানির একটি মামলায় খালাস পান তারেক রহমান।
নওরোজ/এসএইচ