মানবসেবায় ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কুবির তিন রোভার
- Update Time : ১২:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৬৬ Time View
দুর্যোগের মুহূর্তে নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ানো, ঝড়-বন্যায় জীবন বাজি রেখে উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া এবং মানবকল্যাণে নিরলস আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের তিন সদস্য।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২৩-এর তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়। মানবসেবায় সাহসী ও গৌরবময় অবদানের জন্য দেশের ৬৪ জেলার ৩০৪ জন স্কাউট সদস্যের মধ্য থেকে তারা এই সম্মাননা লাভ করেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন কুবি রোভার স্কাউট গ্রুপের সাবেক গার্ল-ইন সিনিয়র রোভারমেট ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাছরিন আক্তার, সাবেক সিনিয়র রোভারমেট ও অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তোফাজ্জল হোসেন এবং রোভারমেট ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরে আলম।
রোভারমেট নুরে আলম বলেন, ‘বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য বড় সম্মান ও অনুপ্রেরণার উৎস। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জাগিয়েছে।’
সাবেক সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘স্কাউট আন্দোলন মানুষকে প্রতিকূলতার মাঝেও নীরবে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা শেখায়। দুর্যোগের সময় নিজের নিরাপত্তার কথা ভুলে মানুষের জীবন ও স্বস্তি রক্ষাই ছিল স্কাউটসদের প্রধান লক্ষ্য। আমি মনে করি, মানবসেবাকে কর্তব্য নয় বরং ব্রত হিসেবে গ্রহণ করলেই সমাজ আলোকিত হবে।’
অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাবেক গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার বলেন, ‘স্কাউটদের মূলমন্ত্র ‘সদা প্রস্তুত’ থাকা, যা প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের সেবায় এগিয়ে আসার মানসিক শক্তি জোগায়। একজন গার্ল-ইন রোভার হিসেবে আমি দুর্যোগ, প্রতিকূল পরিবেশ ও দেশের সংকটময় মুহূর্তে নিজের অবস্থান থেকে মানবসেবায় নিজেকে যুক্ত রাখর চেষ্টা করেছি। আমার এই অর্জন সম্মিলিত প্রচেষ্টার ফল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, কুমিল্লা জেলা রোভার এবং বাংলাদেশ স্কাউটসের প্রতি আমি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ সম্মাননা, যা সমাজসেবা, দুর্যোগ মোকাবিলা, জাতীয় উন্নয়ন ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্কাউট সদস্য, ইউনিট ও নেতাদের প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়














































































































































































