মাদ্রাসা নির্বাচনে জালিয়াতি ও ভূয়া ভোটারের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

- Update Time : ০৩:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ১০ Time View
নানা অনিয়মের মাধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিস। বিষয়টি নিয়ে এলাকাবাসির মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শুধু তাই নয় সকল অনিয়মকে বৈধতা দিয়ে এ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের আবেদন ফরমে জাল স্বাক্ষর দেয়া ও ভূয়া অভিভাবক অন্তর্ভূক্তির অভিযোগও উঠেছে।
এসব অনিয়মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট এর যোগসাজশের অভিযোগ করছে সংশ্লিষ্টরা।
সকল অনিয়মের অভিযোগ নিয়ে ইতিমধ্যে মাদ্রাসার কয়েকজন অভিভাবক লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, বর্তমান এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম এ নির্বাচনে প্রতিষ্টাতা সদস্য পদে প্রার্থী হয়েছেন, যেটি সম্পূর্ন আইন বহির্ভূত।নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী নাসির উদ্দীনের আবেদন ফরম ও জাল স্বাক্ষর করে জমা দেয়া হয়েছে, তাছাড়া অভিভাবক সদস্য প্রার্থী আজিজুল হক ও দিদারুল আলমের প্রস্হাবক এবং সমর্থনকারির স্বাক্ষর জাল করে জমা দেয়া হয়েছে।
অনুসন্ধানে আরো জানা গেছে একাধিক সন্তান একই প্রতিষ্টানে পড়ালেখা করলে শুধু একবার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নিয়ম থাকলেও ভোটার তালিকায় নেজাম উদ্দীনকে দুবার ভোটার করা হয়েছে, নেজাম উদ্দীন ছাড়াও আরও বেশ কয়েকজনকে একাধিকবার ভোটার করে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, অন্যদিকে শিক্ষার্থীবিহীন অভিভাবক দিদারুল আলমের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তি করে তার মনোনয়ন বৈধ করা হয়েছে।
নির্বাচনের অভিভাবক সদস্য পদপ্রার্থী শেখ আহামদ বলেন, সম্পূর্ন অনিয়ম আর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এটি একটি প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে মাদ্রাসার সুপার মুহাম্মদ নাছির উদ্দীনের সাথে যোগাযোগ করতে অফিসে গিয়ে তাঁকে পাওয়া যায়নি, মুঠোফোনে একাধিকবার কল দিয়ে ও তিনি কল রিসিভ করেননি তাই তাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, সব অনিয়ম ম্যানেজ করে নির্বাচনের পরামর্শ দিয়েছি। উভয়পক্ষকে সমঝোতায় বসে নির্বাচন সম্পন্ন করতে বলেছি। এডহক কমিটির বর্তমান সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদোত্তর দিতে পারেননি।
উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর রোববার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, হাতে এখনো সময় আছে, তালিকা সংশোধনসহ সব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন শেষে নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়