ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদুরোকে তুলে নেওয়ার মার্কিন অভিযানে নিহত ৩২ কিউবান নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২৮ Time View

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের পর ধোঁয়া ওঠতে দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলায় কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন— এ তথ্য নিশ্চিত করেছে হাভানা। এ ঘটনায় দেশে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা।

এছাড়া অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিহত কিউবানরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘রক্ষা করতে গিয়ে’ প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হওয়ার পর কিউবায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযানে ‘অনেক কিউবান প্রাণ হারিয়েছেন’। তিনি আরও বলেন, ‘তারা মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে। এটা ভালো কোনও সিদ্ধান্ত ছিল না।’

এর আগে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে ভেনেজুয়েলা সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে।

মার্কিন এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে ক্যাটিয়া লা মার এলাকার একজন ভেনেজুয়েলান বেসামরিক নাগরিকও ছিলেন। ক্যারাকাস বিমানবন্দরের পশ্চিমে অবস্থিত এই উপকূলীয় নিম্নআয়ের এলাকায় মার্কিন বাহিনীর হামলার সময় একটি তিনতলা বেসামরিক অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালানো হয়। এতে ভবনের বাইরের একটি দেয়াল ধসে পড়ে।

এদিকে ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ঘটনায় কোনও মার্কিন সেনা নিহত হয়নি। তবে কয়েকজন মার্কিন সেনা আহত হয়ে থাকতে পারেন বলে ইঙ্গিত দেন। পরে দুজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মাদুরোকে আটক করার অভিযানে আনুমানিক ছয় মার্কিন সেনা আহত হয়েছেন।

অভিযানের পরে মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যাওয়ার সময় মার্কিন হেলিকপ্টারগুলো গোলাগুলির মুখে পড়ে।

তিনি জানান, এতে একটি হেলিকপ্টারে গুলি লাগলেও সেটি ‘উড়তে সক্ষম ছিল’। অভিযানের পর সব মার্কিন উড়োজাহাজ নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে বলে উল্লেখ করেন এই সামরিক কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

মাদুরোকে তুলে নেওয়ার মার্কিন অভিযানে নিহত ৩২ কিউবান নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলায় কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন— এ তথ্য নিশ্চিত করেছে হাভানা। এ ঘটনায় দেশে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা।

এছাড়া অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিহত কিউবানরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘রক্ষা করতে গিয়ে’ প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হওয়ার পর কিউবায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযানে ‘অনেক কিউবান প্রাণ হারিয়েছেন’। তিনি আরও বলেন, ‘তারা মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে। এটা ভালো কোনও সিদ্ধান্ত ছিল না।’

এর আগে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে ভেনেজুয়েলা সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে।

মার্কিন এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে ক্যাটিয়া লা মার এলাকার একজন ভেনেজুয়েলান বেসামরিক নাগরিকও ছিলেন। ক্যারাকাস বিমানবন্দরের পশ্চিমে অবস্থিত এই উপকূলীয় নিম্নআয়ের এলাকায় মার্কিন বাহিনীর হামলার সময় একটি তিনতলা বেসামরিক অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালানো হয়। এতে ভবনের বাইরের একটি দেয়াল ধসে পড়ে।

এদিকে ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ঘটনায় কোনও মার্কিন সেনা নিহত হয়নি। তবে কয়েকজন মার্কিন সেনা আহত হয়ে থাকতে পারেন বলে ইঙ্গিত দেন। পরে দুজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মাদুরোকে আটক করার অভিযানে আনুমানিক ছয় মার্কিন সেনা আহত হয়েছেন।

অভিযানের পরে মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যাওয়ার সময় মার্কিন হেলিকপ্টারগুলো গোলাগুলির মুখে পড়ে।

তিনি জানান, এতে একটি হেলিকপ্টারে গুলি লাগলেও সেটি ‘উড়তে সক্ষম ছিল’। অভিযানের পর সব মার্কিন উড়োজাহাজ নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে বলে উল্লেখ করেন এই সামরিক কর্মকর্তা।