ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে মোটরসাইকেল রাখা নিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : ১২:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৫ Time View

মাদারীপুরে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- হানিফ মল্লিক (৫৮) ও তার ছেলে রিয়াজুল মল্লিক (৩৫)।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়া এলাকার খাগছাড়া হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ের ভেতর মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। এরপরও সেখানে জোর করে মোটরসাইকেল পার্কিং করেন দক্ষিণ খাগছাড়া গ্রামের কামরুল কাজীর ছেলে সাকিব কাজী (২৩)। এই ঘটনার প্রতিবাদ করেন একই এলাকার ইতালী প্রবাসী রিয়াজুল মল্লিক। এ নিয়ে রিয়াজুল ও সাকিবের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জেরে শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাকিব তার লোকজন নিয়ে রিয়াজুল ও তার বাবা হানিফ মল্লিকের ওপর হামলা চালার। এ সময় বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে রিয়াজুল ও তার বাবা হানিফ মল্লিককে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিদ্যালয়ের সভাপতি সাগর মল্লিক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে হামলা চালাবে তা আমরা বুঝতে পারিনি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

মাদারীপুরে মোটরসাইকেল রাখা নিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
Update Time : ১২:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

মাদারীপুরে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- হানিফ মল্লিক (৫৮) ও তার ছেলে রিয়াজুল মল্লিক (৩৫)।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়া এলাকার খাগছাড়া হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ের ভেতর মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। এরপরও সেখানে জোর করে মোটরসাইকেল পার্কিং করেন দক্ষিণ খাগছাড়া গ্রামের কামরুল কাজীর ছেলে সাকিব কাজী (২৩)। এই ঘটনার প্রতিবাদ করেন একই এলাকার ইতালী প্রবাসী রিয়াজুল মল্লিক। এ নিয়ে রিয়াজুল ও সাকিবের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জেরে শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাকিব তার লোকজন নিয়ে রিয়াজুল ও তার বাবা হানিফ মল্লিকের ওপর হামলা চালার। এ সময় বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে রিয়াজুল ও তার বাবা হানিফ মল্লিককে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিদ্যালয়ের সভাপতি সাগর মল্লিক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে হামলা চালাবে তা আমরা বুঝতে পারিনি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।