ব্রেকিং নিউজঃ
মাদক উদ্ধার ও আসামী গ্রেফতারে সোনারগাঁ থানা প্রথম সারিতে
আকতার হোসেন
- Update Time : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ১৩৭ Time View
মাদক উদ্ধার ও আসামীর গ্রেফতারে সোনারগাঁ থানা প্রথম সারিতে রয়েছে রয়েছেন বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী।
ওসি জানান, গত বছরের ৭ সেপ্টেম্বর থানায় যোগদানের পর ৪ মাসে ৪৫৮ জন বিভিন্ন অপরাধী ও মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার সশস্ত্র, ডাকাত, মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।
এরই মধ্যে ৩১ হাজার ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২২ কেজি গাঁজা, ৭৫৩ বোতল ফেনসিডিল, ১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন, ১৪৮টি চোরাই মোবাইল, আত্মসাৎকৃত ৯৮ লাখ টাকার মালামাল উদ্ধার ও লুণ্ঠিত ২৫ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এছাড়াও হত্যা মামলায় ১টি প্রাইভেটকার, মাদক মামলায় ৪টি পিকআপ, ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।







































































































































































































