মাগুরার কৃতি সন্তান লাবণ্য মানবিক ডাক্তার হতে চান

- Update Time : ০৩:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৮ Time View
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ২২৯২তম হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার শিক্ষক ও ব্যাংকার পরিবারের সন্তান লুফাতুল জান্নাত লাবণ্য।
এক ঘন্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় লাবণ্য পেয়েছেন ৭২ দশমিক ২৫। তার মেরিট স্কোর ২৭২ দশমিক ২৫। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
লুফাতুল জান্নাত লাবণ্য শিক্ষক ও ব্যাংকার পরিবারের সন্তান। পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছোটবেলা থেকে লাবণ্যর মেডিকেলে পড়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। নিজের চেষ্টা, পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। অদম্য সেই লাবণ্য এবার রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
লাবণ্য নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দোলাপাড়া মৌলভীর হাট এলাকার অতি সাধারণ পরিবারের সন্তান। বাবার লুৎফর রহমান অগ্রণী ব্যাংক পিএলসি রংপুর মেডিকেল শাখায় কর্মরত ও মা শাহনাজ পারভীন কিশোরগঞ্জ উপজেলার সয়রাগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দুই ভাই বোনের মধ্যে লাবণ্য বড়। ছোটবেলা থেকেই তিনি অদম্য মেধাবী ছিলেন।
লাবণ্য নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে পঞ্চম শ্রেণীতে জিপিএ-৫ ও বৃত্তি পান। এরপর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫,২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫,২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান তিনি। এছাড়াও লাবণ্য সংগীত, নৃত্য, অংকনএ পারদর্শীসহ শিক্ষা জীবনে বৃত্তিসহ বিভিন্ন মেধা নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন।
লাবণ্যর মা শাহনাজ পারভীন বলেন, এই ক্ষুদ্র সফলতায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। উপজেলার কৃতি সন্তানদের তালিকায় আমার মেয়ের নাম যোগ হতে যাচ্ছে। আশা করছি,সে একজন মানবিক ডাক্তার হবে।