মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

- Update Time : ১০:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৯ Time View
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি নবীনদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং জ্ঞান বিতরণ ও সৃষ্টিরও ক্ষেত্র। এখানে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হলেই হবে না, বরং সমাজ ও দেশ কী পেল সেটি নিয়েও ভাবতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেন, “মওলানা ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে, নইলে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু পড়াশোনার স্থান নয়, বরং চরিত্র গঠন ও ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ। প্রকৃত জ্ঞান পরীক্ষায় পাশের জন্য নয়, বরং জীবনে সৎভাবে প্রয়োগের জন্য।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিনরা— অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, অধ্যাপক ড. মো. আবু জুবাইর, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার এবং অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন।
স্বাগত বক্তব্য দেন নবীনবরণ কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। নবীনদের পক্ষ থেকে বক্তব্য দেন শাহ মো. মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবিন আদিবা।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়। এর আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়