মাইলস্টোন শিক্ষার্থীদের উসকানিদাতা রাফি যুবলীগ নেতা

- Update Time : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৭৭ Time View
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে হামলা মামলার আসামি ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফিকে (৩৪) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোনের সাধারণ শিক্ষার্থীদের উসকানি দিয়ে পুলিশের ওপর হামলার পরিকল্পনার সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।
রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক।
জুুলাইযোদ্ধা ও মামলার বাদী জামশেদ আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে হামলার ঘটনায় রিয়াদ মাহমুদ রাফি নেতৃত্ব দেন। হামলায় তিনিসহ অনেকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ১৫২ জনকে আসামি করে চলতি বছরের ২০ জুন ফেনী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি ১০৩ নম্বর আসামি।
গণঅভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন রাফি। সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও শান্তিপূর্ণ পরিস্থিতিতে উসকানি দিয়ে রাফি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। এসময় স্থানীয় ছাত্ররা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঢাকার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার নামে ফেনী মডেল থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ফেনী মডেল থানায় করা মামলায় যুবলীগ নেতা রাফিকে ফেনীতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়