ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সচিবালয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪০ জন হাসপাতালে সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতো না: নাহিদ এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না : জামায়াত আমির সিলেটে কোন কোন নেতা আসছেন, কোন কোন সড়ক দিয়ে যাবে ‘জুলাই পদযাত্রা’ জানাল এনসিপি মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান বিধ্বংসের ঘটনায় এএসএপিএফ’র শোক জনবহুল এলাকায় যুদ্ধবিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট শিক্ষার্থীদের বাধার মুখে আবার ফিরে গেলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, তোপের মুখে দুই উপদেষ্টা

সাজিদ মাহমুদ ইফতি, ঢাকা
  • Update Time : ০৩:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৬৮ Time View

আধুনিক ও নিরাপদ বিমান চালুসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন। এ সময়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা।

সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। এখনও তারা ঘটনাস্থলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ সময়ে তাদের ‘ভুয়া, ভুয়া’; ‘লাশ চোর, লাশ চোর, প্রশাসন, প্রশাসন’; ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন।

সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলছে। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা।

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছিল। সকাল সোয়া ৯টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা-সমাবেশ, দলবদ্ধ কর্মসূচি কিংবা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

শিক্ষার্থীদের বাধার মুখে আবার ফিরে গেলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

Please Share This Post in Your Social Media

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, তোপের মুখে দুই উপদেষ্টা

সাজিদ মাহমুদ ইফতি, ঢাকা
Update Time : ০৩:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আধুনিক ও নিরাপদ বিমান চালুসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন। এ সময়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা।

সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। এখনও তারা ঘটনাস্থলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ সময়ে তাদের ‘ভুয়া, ভুয়া’; ‘লাশ চোর, লাশ চোর, প্রশাসন, প্রশাসন’; ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন।

সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলছে। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা।

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছিল। সকাল সোয়া ৯টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা-সমাবেশ, দলবদ্ধ কর্মসূচি কিংবা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

শিক্ষার্থীদের বাধার মুখে আবার ফিরে গেলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব