ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার কুবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় দুটি বাস সহ গ্রেফতার ২ নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা অ্যাকশনে নেমেছেন সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম সম্পত্তির জন‍্য পিতাকে কোপালো দুই ছেলে মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার

মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম

রাজনীতি
  • Update Time : ০৯:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ১৬১ Time View

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়ে কমিশনটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে তারা ইসলামবিরোধী উত্তরাধিকার ও পারিবারিক আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এসব দাবিসহ মোট ৪টি মূল দাবি নিয়ে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হেফাজতের নেতারা।

প্রেস ব্রিফিংয়ের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতারা।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩ মের মহাসমাবেশে যেসব দাবি তুলে ধরা হবে তার মধ্যে রয়েছে:

প্রথম দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, বিশেষ করে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশসহ বিগত ১৫ বছরে দায়ের করা সব ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি হেফাজত নেতাকর্মীদের ওপর হওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

দ্বিতীয় দাবি, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, বহুত্ববাদ সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানানো হবে।

তৃতীয় দাবি, নারী সংস্কার কমিশন ও প্রস্তাব বাতিল, নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবে ইসলামি পারিবারিক ও উত্তরাধিকার আইনকে ‘বৈষম্যমূলক’ হিসেবে চিহ্নিত করায় হেফাজত তা চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তারা কমিশনটির বিলুপ্তি এবং সংশ্লিষ্ট প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছে।

চতুর্থ দাবি, আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান, ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি জানানো হবে। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিশ্ব নেতৃত্বকে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।

মহাসমাবেশ সফল করতে হেফাজত ২২-২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুমা জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, জুমার খুতবায় ইমাম-খতিবদের কাছে কোরআনভিত্তিক উত্তরাধিকার ও পারিবারিক আইনবিষয়ক আলোচনা উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম

রাজনীতি
Update Time : ০৯:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়ে কমিশনটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে তারা ইসলামবিরোধী উত্তরাধিকার ও পারিবারিক আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এসব দাবিসহ মোট ৪টি মূল দাবি নিয়ে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হেফাজতের নেতারা।

প্রেস ব্রিফিংয়ের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতারা।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩ মের মহাসমাবেশে যেসব দাবি তুলে ধরা হবে তার মধ্যে রয়েছে:

প্রথম দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, বিশেষ করে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশসহ বিগত ১৫ বছরে দায়ের করা সব ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি হেফাজত নেতাকর্মীদের ওপর হওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

দ্বিতীয় দাবি, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, বহুত্ববাদ সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানানো হবে।

তৃতীয় দাবি, নারী সংস্কার কমিশন ও প্রস্তাব বাতিল, নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবে ইসলামি পারিবারিক ও উত্তরাধিকার আইনকে ‘বৈষম্যমূলক’ হিসেবে চিহ্নিত করায় হেফাজত তা চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তারা কমিশনটির বিলুপ্তি এবং সংশ্লিষ্ট প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছে।

চতুর্থ দাবি, আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান, ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি জানানো হবে। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিশ্ব নেতৃত্বকে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।

মহাসমাবেশ সফল করতে হেফাজত ২২-২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুমা জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, জুমার খুতবায় ইমাম-খতিবদের কাছে কোরআনভিত্তিক উত্তরাধিকার ও পারিবারিক আইনবিষয়ক আলোচনা উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।