মহানবীকে নিয়ে কটূক্তি, ইবিতে বিক্ষোভ মিছিল

- Update Time : ০৪:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭১ Time View
বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেত হন। এ সময় বিক্ষোভ মিছিলে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কটূক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স.)কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে । জাতিসংঘের নিকট মহানবী হযরত মুহাম্মদ (স.) সহ সকল ধর্মের ব্যক্তিদের কটূক্তির বিরুদ্ধে আইন প্রনয়নের দাবি জানান। এছাড়াও এঘটনার বিষয়ে বিজেপি সরকারের নিকট জবাব চাইতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান।
বিক্ষোভ-মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’, ‘মোদির দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বিশ্বের মুসলিম এক হও, এক হও’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনের, হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়